ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ‘বাইবেলে বর্ণিত বন্যা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
অস্ট্রেলিয়ায় ‘বাইবেলে বর্ণিত বন্যা’

বুন্ডাবার্গ: বন্যার পানি শনিবার অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে প্রবেশ করেছে। দেশটির কর্মকর্তারা এ বিপর্যয়কে বাইবেলে বর্ণিত বন্যার সঙ্গে তুলনা করেছেন।



এর মধ্যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কুইন্সল্যান্ড অধিবাসীদের প্রতি তার অকৃত্রিম সহানুভূতি প্রকাশ করেছেন। সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টার যোগে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে খাদ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে।

কুইন্সল্যান্ডের দুই লক্ষাধিক লোক এ বন্যায় আক্রান্ত হয়েছে। এছাড়া রাজ্যের খনিশিল্প ক্ষতিগ্রস্ত ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কুইন্সল্যান্ড রাজ্যের কর্মকর্তা অ্যান্ডু ফ্রেজার বলেন, ‘বিভিন্নভাবে এটা বাইবেলে বর্ণিত বিপর্যয়ের মতোই। ’

জরুরি বিভাগের কর্মীরা রকহ্যাম্পটন অঞ্চলের কাজ করছেন। এখানে ফিটজরয় নদীর পাড় ভেঙে গেছে। বিপজ্জনকভাবে এ নদীর বাড়ছে। দুই হাজার থেকে চার হাজার নদীর ঘরবাড়ি এখানে তলিয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।