ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বছরের প্রথম দিনে তাইওয়ানে বিয়ের ধুম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
বছরের প্রথম দিনে তাইওয়ানে বিয়ের ধুম

তাইপেই: নতুন বছরের শুরুতে তাইওয়ানের প্রায় সাত হাজার জুটি বিয়ে করতে যাচ্ছে। সরকার ও গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ছয় হাজার আটশরও বেশি জুটি শনিবার বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে বলে আশা করা হচ্ছে। দেশটির ক্যালেন্ডারে এদিন ১০০ বছর বলে স্বীকৃত।

ওই মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, ‘সাধারণ মানুষ বিয়ের জন্য প্রায়ই একটি বিশেষ দিন বেছে নেয়। আর ১০০ বছর চির সুখসমৃদ্ধির প্রতীক হিসেবে স্বীকৃত। ’

গত বছর ৯ সেপ্টেম্বর দেশটির ছয় হাজার জুটি বিয়ে করেছিল। সেদিন ছিল চিরন্তনতার প্রতীক।

সরকারি তথ্য মতে, ২০১০ সালে তাইওয়ানে এক লাখ ৩৯ হাজার জুটি বিয়ে করেছে। এর আগের এ সংখ্যা ছিল এক লাখ ১৭ হাজার।

বিয়ের হার বাড়ানো জন্য দেশটির সরকার নানা কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে বলে ওই মন্ত্রণালয় থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।