ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনা শ্রীলঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
মধ্যবর্তী নির্বাচনের পরিকল্পনা শ্রীলঙ্কার

কলম্বো: সারা দেশে মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। মার্চের মাঝামাঝি অনুষ্ঠেয় এ নির্বাচন তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর ক্ষমতাসীনদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে অর্থাৎ মধ্য জানুয়ারিতে দেশের সব স্থানীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী মাইত্রিপালা সিরিসেনা জানান। পরে মধ্য মার্চে নতুন নির্বাচনের আয়োজন করা হবে।

একইসঙ্গে ক্ষমতাসীন দলের জেনারেল সেক্রেটারি সিরিসেনা বলেন, ‘এ মাসের মাঝামাঝি স্থানীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হবে এবং আমরা দ্রুতই নির্বাচনের আয়োজন করবো। ’

এর মধ্য দিয়ে দেশটির ৩০০র’ও বেশি পৌরসভা, শহর ও গ্রাম পর্যায়ের পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর এটাই হবে দেশটির প্রথম পূর্ণ নির্বাচন।

উল্লেখ্য, ২০০৯ সালের মে মাসে সেনাবাহিনী তামিল বিদ্রোহীদের পরাজিত করার মধ্য দিয়ে দেশটির ৩৭ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।

এদিকে ২০১০ সালের এপ্রিলে সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করেন প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসে।

তবে আদিবাসী জনগোষ্ঠীর বিরোধ থেকে দেশটির বের হয়ে আসার পর আসন্ন নির্বাচন সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের একটি সুযোগ বলে রাজনৈতিক সূত্র জানায়। একইসঙ্গে তা বিভক্ত বিরোধী দলের প্রতি একটি চ্যালেঞ্জ বলেও ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।