ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বর্ষবরণ: নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, মস্কো... জোহানেসবার্গ?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
বর্ষবরণ: নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, মস্কো... জোহানেসবার্গ?

নিউইয়র্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষ ইংরেজি নতুন বছরের আগমনী উৎসবে মেতেছেন। নিউইয়র্ক, প্যারিস, লন্ডন থেকে শুরু করে জোহানেসবার্গ সবস্থানেই আনন্দ আর উৎসব।

তবে জোহানেসবার্গসহ কয়েকটি স্থানে মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে।

শনিবার নতুন বছরের প্রথমদিনে নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রায় ১০ লাখ লোক হয়। এখানে বিশাল হৈচৈ আর আনন্দফূর্তির আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া লন্ডন আই, বার্লিনের ব্রান্ডেনবার্গ গেট, প্যারিসের শাম-এলিসি ও মস্কো রেড স্কয়ারে লাখ লাখ মানুষ আনন্দযজ্ঞে মেতে উঠে।

বিশ্বব্যাপী পার্টি শুরু হয় প্রশন্ত মহাসাগরীয় অঞ্চলে। এরপর ঘড়ির গড়াতে থাকলে ওশেনিয়া, এশিয়া ও মধ্যপ্রাচ্যে উৎসব ছড়িয়ে পড়ে। মস্কো থেকে রিকইয়াভিক হয়ে ইউরোপ, সর্বশেষে তা আটলান্টিক হয়ে আমেরিকায় এ উৎসবের ঘণ্টা বেজে উঠে।

তবে আফ্রিকার ঘটনায় উৎসবে খানিকটা ভাটা পড়ে। এছাড়া মিশরের আলেকজান্দ্রিয়ার একটি গির্জায় বোমা হামলায় ২১ জন নিহত হয়। আর নাইজেরিয়ায় রাজধানী আবুজায় বোমা হামলায় চারজন নিহত ও ১২ জন আহত হয়।

এদিকে, একইদিন রাশিয়ায় ঘটেছে গ্রেপ্তারের ঘটনা। প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাশিয়াকে উন্মুক্ত ও বন্ধুত্বভাবাপন্ন দেশ হিসেবে ঘোষণা দিলেও নতুন বছরের শুরুতে বিরোধী দলের ১২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। মস্কো ও সেন্ট পিটারর্সবুর্গে মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ইউরোপের লন্ডন আই চাকায় রঙিন আলোকসজ্জা করা হয়। টেমস নদীর প্রায় আড়াই লাখ লোক জড়ো হয়।

এরইমধ্যে এডিনবার্গের ঐতিহ্যবাহী হগমানায় স্ট্রিটের উৎসব-পার্টিতে লাখ লাখ মানুষ মেতে উঠে, গান গায়। শহরের দুর্গের ওপরের আকাশ আতশবাজিতে ভরে উঠে।

প্যারিসের শাম-এলিসিতে আনুমানিক আড়াই লাখ মানুষ জড়ো হয়। আর আইফেল টাওয়ারের আশপাশে আরও সাড়ে তিন লাখ লোকের সমাগম হয়।

মাদ্রিদে পুয়ের্তো দেল সল চত্বরে হাজার হাজার লোক ঘন নীল আলোয় লেখা ‘ফেলিস ২০১১’-এর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। উৎসবে অংশ নেওয়া লোকজন স্প্যানিশ ঐতিহ্য মেনে ঘড়ির ১২ বার ঘণ্টায় প্রতিবারই ১২টা আঙুর খায়, যাতে পরের বছরটা ভাল যায়।

ভিয়েনার রাস্তায় রাস্তায় প্রায় সাত লাখ লোক আনন্দ উৎসবে মেতে উঠে। এরমধ্যে কেউ কেউ বিমানে চড়ে আকাশেই নতুন বছরের আগমন উদযাপন করে।

মধ্যপ্রাচ্যের দুবাইয়ে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। বিশ্বের সবচেয়ে উঁচু (৮২৮ মিটার) ভবন বুর্জ খলিফা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।  

এছাড়া রিও ডি জেনিরো, অকল্যান্ট, সিডনি, হংকং, মুম্বাইসহ বিশ্বের নানা গুরুত্বপূর্ণ শহর উৎসবে-আনন্দে মেতে থাকে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।