ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতিহাস গড়লেন দিলমা, প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
ইতিহাস গড়লেন দিলমা, প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ

ব্রাসিলিয়া: ব্রাজিলের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিয়েছেন দিলমা রৌসেফ।   এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি জনপ্রিয় প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার স্থলাভিষিক্ত হলেন।



শনিবার শপথ গ্রহণের পর এক বক্তব্যে রৌসেফ ঘোষণা দেন, সামাজিক অস্থিরতা দূর করার পাশাপাশি তার সরকার হবে জনগণের সরকার।

এক সময়ের এই মার্কসবাদী গেরিলা নেতা তার পূর্বসূরীর রেখে যাওয়া কাজ সম্পন্ন করারও প্রতিশ্রুতি দেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাজিলের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। চীন ও ভারতের পর বিশ্বের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি হিসেবে দেশটিকে বিবেচনা করা হয়। তবে দেশটির সমাজ ব্যবস্থায় অসমতা প্রকট।

সদ্য প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়া রৌসেফ এর আগে ২০০৩ সালে লুলার সরকারে জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতির চিফ অব স্টাফ।

গত অক্টোবরে কয়েক পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচনে যস সেরাকে পরাজিত করেন।  

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।