ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলেকজান্দ্রিয়ায় গাড়িবোমা হামলা: ছড়াচ্ছে সহিংসতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
আলেকজান্দ্রিয়ায় গাড়িবোমা হামলা: ছড়াচ্ছে সহিংসতা

মিশর: মিশরের আলেকজান্দ্রিয়ায় বোমা হামলার জের ধরে পুলিশ, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ও মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে সাম্প্রদায়িক দাঙ্গারও আশঙ্কা করা হচ্ছে।



মিশরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ার একটি চার্চে নববর্ষের আনুষ্ঠানিকতা শেষে লোকজন বেরিয়ে আসার পথে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে ২১ জন নিহত হয়। আলেকজান্দ্রিয়ার কর্তৃপক্ষ একে আত্মঘাতী বোমা হামলা বললেও এ সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারছে না।

এরপর থেকে আলেকজান্দ্রিয়ায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। উত্তেজিত খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন পুলিশদের সঙ্গে বিরোধে জড়িয়ে পরে এবং স্থানীয় মসজিদে হামলা করে ও মুসলমানদের ওপর ছুড়ে মারে।

আলেকজান্দ্রিয়ার একজন সাংবাদিক আল-জাজিরাকে বলেন, ‘আজ বিভিন্ন সময়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সংঘবদ্ধ হচ্ছে, পাথর নিক্ষেপ করছে। পুলিশ এর জবাবে টিয়ারগ্যাস ছুড়ছে। উত্তেজনা দ্রুত বাড়ছে এবং মানুষ ক্ষেপে যাচ্ছে। আমি দেখেছি অনেকেই কাঁদছে এবং চিৎকার করে জানতে চাইছে তাদের ওপর কেন হামলা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১২৫১ ঘন্টা, ০২ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।