ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদীদের বিক্ষোভ সপ্তাহ শুরু: নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
ছত্তিশগড়ে মাওবাদীদের বিক্ষোভ সপ্তাহ শুরু: নিরাপত্তা জোরদার

রায়পুর: মানবাধিকার কর্মী বিনায়েক সেনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে ভারতের ছত্তিশগড়ে মাওবাদীরা রোববার ‘বিক্ষোভ সপ্তাহ’ শুরু করেছে। আর এজন্য গোটা ছত্তিশগড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ।

খবর আইএএনএসের।

জানুয়ারির ২ থেকে ৮ তারিখ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। বেসামরিক ব্যক্তি এবং সরকারি স্থাপনার ওপর হামলার আশংকায় সরকারি ভবনগুলোয় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এছাড়া মাওবাদী হামলার ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। ৪০ হাজার বর্গকিলোমিটার আয়োতনের বাস্তার অঞ্চলটি ১৯৮০-র দশক থেকে মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

পুলিশের মহাপরিচালক বিশ্বরঞ্জন বলেন, ‘বাস্তারে নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই বেশি থাকে। কিন্তু তারপরেও বিক্ষোভ সপ্তাহ চলাকালীন মাওবাদীরা বড় ধরনের হামলা করতে পারে এজন্য সেনাদের রাত জেগে অতিরিক্ত নজরকারি করার নির্দেশ দেওয়া হয়েছে। ’

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভারতের একটি আদালত বিনায়েক সেন, মাওবাদী নারায়ণ সান্যাল এবং কলকাতার ব্যবসায়ী পীযুশ গুহকে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার অভিযোগে যাবজ্জীবন কারাদ- দেন। এর প্রতিবাদেই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া--মাওবাদী (সিপিআই--মাওবাদী) সপ্তাহব্যাপী বিক্ষোভ আহ্বান করে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।