ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বন্যা: রকহাম্পটনে পানি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
অস্ট্রেলিয়ায় বন্যা: রকহাম্পটনে পানি বাড়ছে

কুইন্সল্যান্ড: অস্ট্রেলিয়ার রকহাম্পটন শহরের ফিটজরয় নদীর পানি ৯ দশমিক ২ মিটার উচ্চতায় উঠে গেছে। আশংকা করা হচ্ছে, এই পানি ৯ দশমিক ৪ মিটার উচ্চতায় গিয়ে ঠেকবে।

অবশ্য এরই মধ্যে শত শত একর জায়গা প্লাবিত হয়েছে।

শহরটির কর্মকর্তারা জানান, চার শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। এছাড়া আরও ৪ হাজার বাড়ির বাগান পর্যন্ত পানি ঢুকেছে। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

রকহাম্পটনের মেয়র ব্রাড কার্টার বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরও দুদিন পানির উচ্চতা অপরিবর্তিত থাকবে। এর ফলে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আমাদের পানির মধ্যে থাকতে হবে। ’

এছাড়া, শহরটির ঐতিহাসিক ভবনগুলো বালুর বস্তার বাঁধ দিয়ে রক্ষা করা হচ্ছে। শহরটির উত্তরদিকের প্রধান রাস্তা এখনও খোলা থাকলেও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। রকহ্যাম্পটনের উত্তরের একটি শহরে পণ্যবাহী বিমানের মাধ্যমে সরবারাহ এখনও অব্যাহত আছে। এই পন্যগুলো পরবর্তীতে নদী বা সড়ক পথে অন্যত্র নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, একসপ্তাহেরও বেশি সময় ধরে ভারীবর্ষণের ফলে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ফিটজরয় নদীর পানি বেড়ে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই বন্যা কুইন্সল্যান্ডের  ৪০টি শহরে ছড়িয়ে পড়ে দুই লাখ মানুষকে আক্রান্ত করেছে। ডুবে যাওয়া মোট অঞ্চলের আয়তন ফ্রান্স ও জার্মানির সম্মিলিত আয়তনের চেয়েও বেশি।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।