ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ডা. বিনায়কের পক্ষে জনমত গড়তে চান অনুসূয়া

রক্তিম দাশ. সিনিয়র করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
ডা. বিনায়কের পক্ষে জনমত গড়তে চান অনুসূয়া

কলকাতা: কেমন আছেন ছেলে? এ দুশ্চিন্তায় এখন তার দিন কাটছে। তিনি মাওবাদীদের সাহায্য করার জন্য আদালতের আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডা. বিনায়ক সেনের মা অনুসূয়া দেবী।



রোববার দুপুরে কলকাতার কাছেই কল্যাণীর নিজ বাড়িতে ৮৪ বছরের এ বৃদ্ধা বাংলানিউজকে তার অনুভূতির কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিনায়ক অসুস্থ। বাইপাস সার্জারি করার জন্য কিছু দিন আগেই ভেলোর ঘুরে এসেছেন। এখন ওষুধই ওকে বাঁচিয়ে রেখেছে। ’

অনুসূয়া দেবী বলেন, ‘এর আগেও প্রায় এক মাস জেলে ওকে একটি কক্ষে একা রাখা হয়েছিল। তখন ও ভীষণ বিষণœ হয়ে হয়ে পড়েছিল। ’

একই সঙ্গে তিনি বলেন, ‘খবর পেয়েছি ছেলের অবস্থা ভালো নয়। কী করে ভালো থাকব আমি?’

ছেলের কর্মকা-ের কথা ভাবলে অনুসূয়ার গর্বে বুক ভরে যায়। দরজার সামনেই লাগিয়ে রেখেছেন পুলিশ ভ্যানের মধ্যে বসে থাকা বিনায়কের ছবি।

মধ্যপ্রদেশে মাওবাদীদের ঠেকাতে সরকার যে অভিযান চালাচ্ছে তাতে গরীব আদিবাসীদের ওপর জুলুম হচ্ছে বলেও মনে করেন অনুসূয়া। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই বিনায়কের এ পরিণতি বলে মনে করেন তিনি।

অনুসূয়ার প্রশ্ন, চার্জশিটের ওপরই যদি শাস্তি হয়, তবে এত সাক্ষী কেন? যত সাক্ষী দাঁড় করানো হয়েছিল তারা তো কেউই ওর বিরুদ্ধে বলেনি?

তাই এই বয়সেও ন্যায়বিচার চাইতে অনুসূয়া এবার ভারতের সর্বোচ্চ আদালতে আবেদন করতে চলেছেন।

তিনি বলেন, নতুন বছরেই শুরু হবে সেই লড়াই।

মুখে একরাশ বিরক্তি নিয়ে অনুসূয়া দেবীর প্রশ্ন, গণতন্ত্র তবে কোথায়? মানুষ যদি তার মনের খুলেই কথা বলতে না পারে?

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।