ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলি উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
চিলি উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা : সাত দশমিক দুই মাত্রার একটি শক্রিশালী ভূমিকম্প চিলির উপকূলে আঘাত হেনেছে। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।



এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চিলির টেমুকো শহর থেকে ৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার।

সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় সেখানে বিস্তৃত আকারের কোনো সুনামির আশঙ্কা নেই। তবে এ নিয়ে ওই এলাকার অধিবাসীরা আতঙ্কের মধ্যে আছেন।

ওই একই এলাকায় গত ফেব্রুয়ারিতে ৮ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ওই এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। এতে মারা যায় কমপক্ষে ৫২১ জন। ঘরহারা হয় দুই লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময় : ০৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।