ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সহিংসতা: মন্ত্রীর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
মিশরে সহিংসতা: মন্ত্রীর ওপর হামলা

কায়রো: মিশরের আলেকজান্দ্রিয়ায় গাড়িবোমা হামলার জের ধরে চলমান সহিংসতার শিকার হলেন দেশটির অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত মন্ত্রী ওসমান মোহাম্মেদ ওসমান। রোববার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন তার গাড়ির দিকে ধেয়ে যায় এবং পাথর ছুড়ে মারে।


 
কায়রোর সেন্ট মার্কস ক্যাথেড্রালের দায়িত্বপ্রাপ্ত পোপ তৃতীয় শেনুদার সঙ্গে বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ ওসমান মোহাম্মেদ ওসমান সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় শত শত খ্রিস্টান ধর্মাবলম্বী লোক গেটের ভিতরে ভীড় করে। সেখান থেকে বের হয়ে আসার সময় বিক্ষোভকারীরা তাকে ধাওয়া করে এবং পাথর ছুড়ে মারে।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে গেটের বাইরে অবস্থান নেওয়া পুলিশের সঙ্গে সংঘর্ষে বেধে যায়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, বিক্ষোভকারীদের পাথরের আঘাতে কমপক্ষে ৪০ জন পুলিশ আহত হয়েছে।

উল্লেখ্য, মিশরের উত্তরাঞ্চলের শহর আলেকজান্দ্রিয়ার একটি চার্চে নববর্ষের অনুষ্ঠান শেষে লোকজন বেরিয়ে আসার পথে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২১ জন নিহত এবং ৭৯ জন আহত হয়। এরপর থেকে আলেকজান্দ্রিয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন পুলিশ ও মুসলমানদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলার সঙ্গে আল-কায়েদার মতো ইসলামি জঙ্গিদের হাত আছে বলে মনে করেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।