ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি সরকারকে গণ-প্রতিরোধের হুমকি ইমরান খানের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
পাকিস্তানি সরকারকে গণ-প্রতিরোধের হুমকি ইমরান খানের

ইসলামাবাদ: পাকিস্তানের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে গণ-প্রতিরোধের আন্দোলনের হুমকি দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান নেতা ও বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইমরান খান। খবর আইএএনএসের।



রাওয়ালপি-িতে আয়োজিত একটি জনসভায় ক্রিকেটার থেকে রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত ইমরান খান জনতার উদ্দেশে তার দলকে সমর্থনের আহ্বান জানান। সংকটের সময় ক্ষমতাসীন জোট দেশকে নেতৃত্বে দিতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন। সোমবার পাকিস্তানভিত্তিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত খবর প্রকাশ করে।

ইমরান খান বলেন, মুসলিগ লিগ-নওয়াজ(পিএমএল-এন) দল ও পিপিপির মধ্যে একটি গোপন চুক্তি রয়েছে। এ চুক্তি অনুযায়ী অন্তত পাঁচ বছরের জন্য তারা পাঞ্জাবে ও কেন্দ্রীয় সরকারে পরস্পরকে সমর্থন করে।

পিএমএল-এনের সঙ্গে পিপিপির কোনো বন্ধুতার সম্পর্ক নেই, বরং পিপিপির হাতের মুঠোয় রয়েছে নওয়াজের নেতৃত্বাধীন দলটি।

বক্তৃতায় ইমরান খান এ মুহূর্তে জ্বালানির বাড়ানোর পক্ষে সরকারি সিদ্ধান্তকে ‘অর্থনৈতিক খুন’ উল্লেখ করেন।

নওয়াজ শরিফ ও আসিফ আলি জারদারির কড়া সমালোচনা করে তিনি বলেন, বিদেশের ব্যাংকগুলোয় যারা অর্থ জমা করছে জনগণ অবশ্যই তাদের জবাবদিহি চাইবে। পাকিস্তানে নওয়াজ শরিফের দলটি দ্বিতীয় বৃহত্তম। তারা মাত্র পাঁচ হাজার রুপি আয়কর দেয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।