ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘ধর্ষিতা’র ছুরিকাঘাতে বিহারে বিজেপি নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
‘ধর্ষিতা’র ছুরিকাঘাতে বিহারে বিজেপি নেতার মৃত্যু

পুর্ণিয়া: বিহারে বিজেপির আইনপ্রণেতা রাজ কিশোর কেসরি মঙ্গলবার এক নারীর ছুরিকাঘাতে মারা গেছেন। ওই নারী অভিযোগ, গত তিন বছর ধরে বিভিন্ন সময়ে রাজ কিশোর তাকে ধর্ষণ করে।



বিহারের রাজধানী পুর্নিয়ার এমএলএ রাজ কিশোর কেসরি তার বাসভবনে মঙ্গলবার সকালে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে ওই নারীর আক্রমণের শিকার হন। ঘটনার পর পরই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ সময় কেসরির দেহরক্ষী ও সমর্থকরা ওই নারীর ওপর হামলা চালালে তিনি মারাত্মক আহত হন।

এদিকে, গত বছর ওই এমএলএর বিরুদ্ধে একটি মামলা করেন রূপম পাঠক নামের ওই নারী। এতে গত তিন বছরের বিভিন্ন সময় এমএলএ কেসরি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

তবে কেসরি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এ বিষয়ে পুলিশের কর্মকর্তা পি কে ঠাকুর বলেন, ‘ওই নারী এ বিষয়ে মামলা করলেও আদালতে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এমনকি তার স্বামীও এ অভিযোগ অস্বীকার করেন। ’ রুপম পাঠক পুর্ণিয়ার স্থানীয় একটি স্কুলের শিক্ষক।  

এদিকে, চতুর্থ মেয়াদে এমএলএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন কেসরি।

কেসরির মৃত্যু সংবাদে হতবুদ্ধি মুখ্যমন্ত্রী নিতিশ কুমার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আইনসভার নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আইনপ্রণেতার বাড়িতে আসা সব দর্শনার্থীকে ভালো করে পরীক্ষা করারও নির্দেশ দেন তিনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৮ ঘন্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।