ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘আইভরি কোস্টে অচলাবস্থা চলছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
‘আইভরি কোস্টে অচলাবস্থা চলছে’

আবুজা: পশ্চিম আফ্রিকার আফ্রিকার আঞ্চলিক জোট ইকোয়াসের নেতা এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন মঙ্গলবার বলেন, আইভরি কোস্টের সংকট নিরসনের ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সোমবার আফ্রিকার ওই জোটের বিশেষ প্রতিনিধিরা জিবাগবো এবং প্রতিদ্বন্দ্বী আলাসানে ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করে।

মঙ্গলবার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার করার পর সাংবাদিকদের জনাথন বলেন, ‘সেখানে এখনও অচলাবস্থা চলছে। ’

তিনি আর বলেন, ‘যখন একটি দেশ বড় সমস্যায় পড়ে তখন এটি আশা করা ঠিক না যে একসপ্তাহের মধ্যে লাফ দিয়ে তার সমাধান হয়ে যাবে। এর জন্য লোকজনকে বোঝাতে অনেক আন্তর্জাতিক চাপ সহ্য করতে হয়। এর জন্য প্রয়োজন সময়। ’

উল্লেখ্য, ইকোয়াসের সর্বশেষ শীর্ষ-বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে জিবাগবোকে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, অনথ্যায় তাকে বাধ্য করা হবে।

এদিকে, ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলা সারকোজি মঙ্গলবার বলেন, যেখানে লরেন্ট জিবাগবো পদত্যাগ করতে চাচ্ছেন না সেখানে ‘আইভরি কোস্টের অভ্যন্তরীণ বিষয়ে’ ফ্রান্সের সেনাদের নাক গলানোর কোনো কারণ নেই। অবশ্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়াত্তারাকেও সমর্থন করেন।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে সহায়তা করতে ফ্রান্সের ৯ হাজার সেনা আইভরি কোস্টে মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৪ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।