ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস

ইউরোপের শিল্পে ফ্রান্সের গোয়েন্দাগিরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
ইউরোপের শিল্পে ফ্রান্সের গোয়েন্দাগিরি

অসলো: ফ্রান্স এমন এক দেশ যা ইউরোপের অন্য দেশগুলোর শিল্পা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুপ্তচরবৃত্তি চালিয়েছে, যা চীন ও রাশিয়ার তৎপরতাকেও ছাড়িয়ে গেছে।

উইকিলিকসের ফাঁস করা মার্কিন গোপন নথি সূত্রে এ তথ্য জানা যায়।

নরওয়ের দৈনিক আফটেনপোস্টেন মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।

বার্লিনের মার্কিন দূতাবাসের এক তারবার্তায় বলা হয়, ‘ফ্রান্সের গুপ্তচরবৃত্তি এতোটাই প্রসারিত হয়েছে যে তা জার্মানির অর্থনীতি ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত করেছে। চীন ও রাশিয়াও এতো ক্ষতি করেনি। ’

একই তারবার্তায় জার্মানির উপগ্রহসংক্রান্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান ওএইচবি টেকনোলজিস-এর প্রধান বেরি স্মুটনির মন্তব্যও প্রকাশ করা হয়। ২০০৯-এর অক্টোবরে তিনি মন্তব্য করেন, ‘প্রযুক্তি চুরির ক্ষেত্রে ফ্রান্স শয়তানের সম্রাট এবং এ বিষয়ে জার্মানি অবগত। ’

গ্যালিলিও উপগ্রহ অনুসন্ধান সিস্টেমের জন্য বেশ কয়েকটি স্যাটেলাইট নির্মাণ বিষয়ে ২০১০ সালে চুক্তি করে ওএইচবি। এরপরই প্রতিষ্ঠানটি সাধারণের নজরে আসে।

মূলত যুক্তরাষ্ট্র নির্মিত গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) জবাবে ইউরোপ এ ধরনের স্যাটেলাইট নির্মাণে চুক্তিবদ্ধ হয়।

গোয়েন্দা স্যাটেলাইট নির্মাণের ক্ষেত্রে ফ্রাঙ্কো-জার্মান প্রতিযোগিতার বিষয়টিও ফাঁস দলিলে বেরিয়ে আসে। ফাঁস হয়ে যাওয়া তথ্য মতে, ফ্রান্সের আপত্তি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় জার্মানি উচ্চ মাত্রার অপটিক্যাল স্যাটেলাইট (এইচআইআরওএস) নির্মাণের চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।