ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিনায়ক সেন

অভিযোগ ভুল হলে তা আইনী পথেই হতে হবে: চিদাম্বরম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
অভিযোগ ভুল হলে তা আইনী পথেই হতে হবে: চিদাম্বরম

নয়াদিল্লি: মাওবাদী-সংশ্লিষ্টতার ব্যাপারে মানবাধিকার কর্মী বিনায়ক সেনকে ভুলভাবে অভিযুক্ত করা হলে, তা আইনগতভাবে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

একটি আদালতে বিনায়ক সেন অভিযুক্ত হয়েছেন মন্তব্য করে চিদাম্বরম বলেন, ‘তিনি ভুলভাবে অভিযুক্ত হলে, তা আইনী উপায়েই ঠিক করতে হবে।

যারা গণতন্ত্র ভালবাসেন, তারা নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়াও ভালবাসেন। ’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক প্রতিবেদন সাংবাদিকদের কাছে পেশ করার সময় তিনি এ মন্তব্য করেন।

বিনায়ক সেনকে (৫৯) গত ২৪ ডিসেম্বর যাবজ্জীবর কারাদ- দিয়েছেন ছত্তিশগড়ের একটি আদালত। তার বিরুদ্ধে তাকে রাষ্ট্রদ্রোহী ও মাওবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।