ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অলিভার স্টোনকে মনোনীত করতে পারে যুক্তরাষ্ট্র: শ্যাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
অলিভার স্টোনকে মনোনীত করতে পারে যুক্তরাষ্ট্র: শ্যাভেজ

কারাকাস: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কৌতুক করে বলেন, যুক্তরাষ্ট্র চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোন, মার্কিন অভিনেতা-অ্যাক্টিভিস্ট শন পেন বা ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কিকে রাষ্ট্রদূত হিসেবে কারাকাসে নিয়োগ দিতে পারে।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শ্যাভেজ এই প্রস্তাব করেন।



দেশটির টেলিভিশন চ্যানেল ভিটিভি প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, শাভেজের এই প্রস্তাবে তার মন্ত্রিসভার সদস্যরা হাসিতে ফেটে পরেন। শ্যাভেজ বলেন, ‘আশা করি, তারা অলিভার স্টোনকেই বেছে করবে। আমি তাকে সমর্থন করব অথবা শন পেন বা নোয়াম চমস্কিও হতে পারেন’। তিনি বলেন, ‘সেখানে (যুক্তরাষ্ট্রে) আমাদের অনেক বন্ধু আছে। ’

গত বছর ভেনিজুয়েলা আনুষ্ঠানিকভাবে পালমারের ভিসা বাতিল করে তাকে দেশ ছেড়ে চলে যেতে বলে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রও তার দেশে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতের ভিসা বাতিল করে দেয়।

গত সোমবার পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, পালমারের ভেনিজুয়েলায় নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করা হয়নি। তবে গত মার্কিন কংগ্রেসেই পালমারের মনোনয়নের মেয়াদ শেষ হয়ে গেছে।

সম্প্রতি অলিভার স্টোন ‘সাউথ অব দ্য বর্ডার’ নামের একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছেন। এতে তিনি শ্যাভেজসহ লাতিন আমেরিকার বামপন্থী নেতাদের কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।