ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জ্যাকসনের মৃত্যুর জন্য তার ডাক্তার দোষী: আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
জ্যাকসনের মৃত্যুর জন্য তার ডাক্তার দোষী: আইনজীবী

লসঅ্যাঞ্জেলেস: মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুর জন্য দোষী তারই ব্যক্তিগত ডাক্তার, কারণ তার ব্যর্থতাই মাইকেলকে মৃত্যুর ধাবিত করেছে। জ্যাকসনের আইনজীবী মঙ্গলবার আদালতে এ তথ্য জানান।



দায়িত্বে অবহেলা করে পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে তার ডাক্তার কনরাড মারেকে লসঅ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে হাজির করা হয়েছে।

এ সময় আদালতে জ্যাকসনের মা ক্যাথরিন ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

আদালতের শুনানি চলাকালে জ্যাকসনের মা ক্যাথরিন, বোন লাটয়া এবং লসঅ্যাঞ্জেলসের আইনজীবী ডেভিড ওয়ালগ্রিন উপস্থিত ছিলেন।

ওয়ালগ্রিন বলেন এই ডাক্তার জ্যাকসনকে মাত্রারিক্ত ঘুমের ওষুধ দিয়েছিল। এছাড়া জ্যাকসন যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি জরুরি নম্বর ৯১১ এ ফোন করেননি। মূলত এইসব অভিযোগের প্রেক্ষিতেই কনরাডকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, ডাক্তারের আইনজীবী দাবি করার চেষ্টা করেছেন, জ্যাকসন নিজেই ইনজেকশনের মাধ্যমে মাত্রারিক্ত ওষুধ নিয়েছেন।

ওয়ালগ্রিন আরও বলেন লসঅ্যাঞ্জেলসের উচ্চ আদালতে দু’সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলবে। এতে ৩৫ জন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।