ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হাজারো পাখির মৃত্যুর কারণ অনুসন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
যুক্তরাষ্ট্রে হাজারো পাখির মৃত্যুর কারণ অনুসন্ধান

আরকানসা: আকস্মিক পাখি মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞরা। নতুন বছরের সপ্তাহান্তে দেশটির দু’টি রাজ্যে রহস্যজনকভাবে হাজার হাজার পাখির মৃত্যু হয়।



নতুন বছর শুরুর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসা অঙ্গরাজ্যের এক বর্গমাইল এলাকা জুড়ে আকাশ থেকে আকস্মাৎ পাঁচ হাজার লাল পাখার ব্ল্যাকবার্ড ও স্টার্লিং পাখি পড়ে মারা যায়। অঙ্গরাজ্যের ফিশ অ্যান্ড গেইম কমিশন এ তথ্য জানায়।

দেশটির অপর অঙ্গরাজ্য উইসকনসিনের রাজধানী ম্যাডিসনের জাতীয় ওয়াইল্ড লাইফ হেলথ সেন্টারের মাঠ পর্যায়ের তদন্তকারী লিঅ্যান হোয়াইট বলেন, ‘এ সময়ে পাখির মৃত্যু খুবই অপ্রত্যাশিত একটি ঘটনা। ’

তবে এরইমধ্যে স্বাস্থ্য কেন্দ্রটি আরকানসা থেকে নমুনা সংগ্রহ করেছে। এটি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের একটি অংশ।

একইসঙ্গে লুইজিয়ানা থেকে নমুনাও পরীক্ষা করে দেখা হবে। এ অঙ্গরাজ্যের লাবারে অঞ্চলে ৫০০টি মৃত লাল পাখার ব্লাকবার্ড, স্টার্লিং এবং গ্রাকলেস পাখি পাওয়া যায়।

মূলত বড় আকারের কোনো আঘাত একসঙ্গে এতো পাখির মৃত্যুর কারণ বলে সোমবার প্রকাশিত প্রাথমিক একটি প্রতিবেদনে জানানো হয়। আরকানসায়ের বিবে শহরের গবাদি পশু ও পোল্ট্রি কমিশন এ প্রতিবেদন প্রকাশ করে।

এদিকে, পাখির আকস্মিক পতনের আগে আরকানসার বিবেতে উচ্চস্বরের শব্দ শোনা যায়। এ শব্দে হতবিহ্বল পাখিগুলো বিশৃঙ্খলভাবে উড়তে শুরু করে। এসময় একটির সঙ্গে অন্যটি বা অন্যান্য বস্তুর সঙ্গে সংঘর্ষে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন বছর উদযাপনের সময় ব্যবহৃত বিপুল সংখ্যক আতশবাজির শব্দে এ ঘটনা ঘটতে পারে জানানো হয়েছে। তবে আরও সুনির্দিষ্ট তথ্যের জন্য তদন্ত চলছে।

এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। মূলত ঘন কুয়াশায় হতবিহ্বল পাখি দিক হারিয়ে উঁচু টাওয়ার বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে মারা গেছে বলে হোয়াইট জানান।

এটা একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে বলে কিছু বিশেষজ্ঞ মত দিয়েছেন। তারপরও এ ঘটনা অপ্রত্যাশিত বলেই তারা মনে করেন। জাতীয় জীববৈচিত্র্য ও পাখি সংরক্ষণ সংস্থা আউডুবন সোসাইটির পরিচালক গ্রেগ বুচার বলেন, ‘এ ধরনের গণমৃত্যুর ঘটনা সচরাচর দেখা যায় না। ’

বছরের এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চল জুড়ে ব্লাকবার্ডসের বিপুল পরিমাণ বাসা পাওয়া যায়। এ পাখিগুলো সাধারণত রাতে ওড়ে না বলে বুচার জানান।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।