ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তেহরানে একদল খ্রিস্টান মিশনারি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
তেহরানে একদল খ্রিস্টান মিশনারি আটক

তেহরান: ইরানে একদল খ্রিস্টান মিশনারিকে বুধবার গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে।



তেহরান প্রদেশের গভর্নর মুর্তজা তামাদোন জানান, বেআইনি কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন খ্রিস্টান ধর্মপ্রচারককে আটক করা হয়েছে। তারা ইরানের বিরুদ্ধে ধর্মীয় ও সাংস্কৃতিক আক্রমণ চালানোর পরিকল্পনা করছিল। গভর্নর অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। আটক মিশনারিদের তৎপরতার ধরন এবং পরিচয় কোনোটিই তিনি জানাননি। তবে, ভবিষ্যতে এরকম কর্মকান্ডের সঙ্গে জড়িত আরও যাজককে গ্রেফতার করা হতে পারে বলে তিনি জানান।

ইরানে খ্রিস্টান, ইহুদি এবং জরথ্রুস্ত্র চিন্তার অনুসারি লোকজন বসবাস করে। এসব ধর্ম পালনে কোনো বাধা নেই। তবে কোনো মুসলিম যদি ধর্মত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তাহলে আইন অনুযায়ী তার মৃত্যুদন্ডের বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।