ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুক্তির পর ভারত সরকারের সঙ্গে রাজখোয়ার প্রথম শান্তি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
মুক্তির পর ভারত সরকারের সঙ্গে রাজখোয়ার প্রথম শান্তি বৈঠক

গৌহাটি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়ার সঙ্গে ভারত সরকারের প্রথম দফা শান্তি আলোচনা বৃহস্পতিবার শুরু হয়েছে। খবর আইএএনএসের।



ভারতের কেন্দ্রীয় সরকারের আলোচক পি সি হালদার সাংবাদিকদের বলেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক আরম্ভ। উলফা চেয়ারম্যান তার দলের নেতাদের নিঃশর্ত মুক্তির বিষয়ে বলেছেন। ’

গত শনিবার গৌহাটি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর রাজখোয়ার এটাই শান্তি আলোচনায় অংশগ্রহণ। আলোচনায় উলফার ডেপুটি কমান্ডার-ইন-চিফ রাজু বড়–য়াও অংশ নেন।

রাজু বড়–য়া গত মাসে জামিনে মুক্তি পেয়েছেন। উলফার সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে শীর্ষ নেতাদের জামিনে মুক্তি দেওয়ার ব্যাপারটি ভারত সরকারের কৌশলগত দিকের অংশ।

ইতোমধ্যে শীর্ষ ছয়জন উলফা নেতা মুক্তি পেয়েছেন। আরও দুই নেতা কারাগারে রয়েছেন।

রাজখোয়া বলেন, ‘আমার মুক্তির পর এটাই প্রথম আলোচনা। কিভাবে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করা যায় সে বিষয়ে আমরা কথা করেছি। ’

রাজখোয়া নয়াদিল্লির কাছে বাংলাদেশে কারাদ- পাওয়া অনুপ চেটিয়ার মুক্তির ব্যাপারে ভারত সরকারের সহায়তা চেয়েছেন। ১৯৯৭ সালে চেটিয়া বাংলাদেশে আটক হয়। চেটিয়া উলফার সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।