ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আরও ১৪শ’ মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

ওয়াশিংটন: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অতিরিক্ত আরও এক হাজার ৪০০ মেরিন সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার জন্য অতিরিক্ত এ সেনা মোতায়েন করা হচ্ছে বলে বৃহস্পতিবার পেন্টাগন থেকে জানানো হয়।



পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভিড লাপান বলেন, ‘এরইমধ্যে অর্জিত সাফল্য উন্নীত ও মজবুত করা এবং শীতকালীন প্রচারকাজে শত্রুদের বিরুদ্ধে চাপ প্রয়োগ করার লক্ষ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস অতিরিক্ত মেরিন সেনা মোতায়েনের বিষয়টিতে সম্মতি দিয়েছেন। ’

জানুয়ারির মাঝামাঝি সেনারা আফগানিস্তানে পৌঁছাবেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা যায়। পরবর্তীতে আরও ৩ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনার কথাও জানা যায়।

আফগানিস্তানে অতিরিক্ত আরও ৩০ হাজার সেনা মোতায়েনের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণার এক বছর পর প্রথম এ পদক্ষেপ নেওয়া হলো। মূলত ২০১১ সালের জুলাই এ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

সেনা প্রত্যাহারের পর আফগাস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে আফগান সেনাদের সহযোগিতার জন্য অতিরিক্ত এ সেনা মোতায়েন করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।