ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে নৌকাডুবি: আরও ২৫টি মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১
ইয়েমেনে নৌকাডুবি: আরও ২৫টি মৃতদেহ উদ্ধার

এডেন: ইয়েমেনে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির উপকূল বাহিনী। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের দাঁড়ালো ২৮।

দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ওই কর্মকর্তা বলেন, ‘উপকূলীয় কর্মকর্তারা (কোস্টগার্ড) ২৫ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থল বাব এল-মান্দেবের নিকট রোববার তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ’

এর আগে মঙ্গলবার কোস্টগার্ডরা তিন জনের মৃতদেহ উদ্ধার করেন।

বাব এল-মান্দেবে নিয়োজিত রেড ক্রিসেন্টের কর্মকর্তা আবদুল্লাহ আহমেদ এই মৃতের সংখ্যা নিশ্চিত করে এএফপি কে বলেন, ‘উদ্ধার করা মৃতদেহগুলো পচে যাওয়ায় তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। তাদের মধ্যে কে বা কারা ইথিওপিয়ার বা সোমালিয়ার নাগরিক কিংবা কোনটি নারী বা পুরুষ তা বোঝা যাচ্ছে না। সমুদ্র উপকূল থেকে তাদের মৃতদেহ বীভৎস অবস্থায় উদ্ধার করা হয়েছে। বেশিরভাগ দেহই বিকৃত হয়ে গেছে। ’

উল্লেখ্য, আফ্রিকার ৮০ জন নাগরিক অবৈধভাবে ইয়েমেনে প্রবেশ করছিল। এসময় প্রচ- ঝড় এবং দমকা বাতাসের কারণে তাদের বহন করা নৌকাদুটি রোববার ইয়েমেনের দক্ষিণ উপকূলে বাব এল-মান্দেবের কাছে ডুবে যায়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় ডুবে যাওয়া বেশিরভাগ যাত্রীই ইথিওপিয়ার নাগরিক। অর্থনৈতিক মন্দা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইত্যাদির কারণে প্রতিবছর দশ হাজারের মতো ইথিওপিয়া এবং সোমালিয়ার নাগরিক ইয়েমেনে পাড়ি জমায়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।