ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পেয়াজ রপ্তানি নিষিদ্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১
ভারতে পেয়াজ রপ্তানি নিষিদ্ধ করল পাকিস্তান

ইসলামাবাদ: দেশের ভেতরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে পাকিস্তানের সরকার ভারতে পেয়াজ রপ্তানি নিষিদ্ধ করে দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।



ওই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই রপ্তানির ফলে আমাদের দেশি বাজারে পেয়াজের ঘাটতি তৈরি হয়েছে। ’

তিনি বলেন, আমি নিশ্চত করে বলছি, ‘ওয়াগাহ সীমান্তে দিয়ে ভারতে এই পণ্যের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। ’

তবে তিনি বলেন, সমুদ্রপথে এই নিষেধাজ্ঞা আরোপক করা হয়নি। সাধারণ ব্যবসায়ীদের নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কয়েক সপ্তাহে পেয়াজের দাম দ্বিগুণ বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।