ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গিলানির মধ্যস্থতায় সরকারে ফিরল এমকিউএম

আন্তর্র্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১
গিলানির মধ্যস্থতায় সরকারে ফিরল এমকিউএম

করাচি: পাকিস্তানের ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) শুক্রবার সরকারে ফিরেছে। তবে তারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরছে না।

এমকিউএমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমকিউএমের জ্যেষ্ঠ নেতা রাজা হারুন বলেন, ‘দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে মুত্তাহিদা কওমি মুভমেন্ট সরকারে যোগ দেবে। ’

শুক্রবার গুরুত্বপূর্ণ এক বৈঠকে গিলানি এমকিউএমকে সরকারে যোগ দেবার আহ্বান জানান। ক্ষমতাসীন সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলে এর প্রতিবাদে এমকিউএম সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

ভঙ্গুর সরকারকে জীবিত ও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে গিলানি এমকিউএমের করাচির সদর দপ্তরে যায়। সেখানেই সরকারে ফেরা নিয়ে আলোচনা হয়।

গত রোববার এমকিউএম তার ২৫ জন আইনপ্রণেতাকে সরকার থেকে প্রত্যাহার করে নেয়। এর ফলে ক্ষমতাসীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আহ্বানের আশংকা তৈরি হয়।

গিলানি বলেন, তিনি এমকিউএমের লন্ডনে নির্বাসিত নেতা আলতাফ হুসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। তার কাছে ভবিষ্যতে একযোগে একযোগে কাজ করার অঙ্গীকার করেন গিলানি।

এমকিউএমের নেতারা বলেন, ‘গিলানি আমাদের নিশ্চয়তা দিয়েছেন, অংশীদারদের সঙ্গে আলোচনা না করে সাধারণ বিক্রয়কর চালু করা যাবে না। ’

গিলানি বলেন, ‘আমরা ঐকমত্যে পৌঁছতে সবকিছুই করেছি। আলতাফ হুসেনকে নিশ্চয়তা দিয়েছি, আলোচনা না করে এরকম কোনো কর চালু করা যাবে না। ’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংস্কারের ব্যর্থতা, দুর্নীতি, মূল্যস্ফীতি ইত্যাদি কারণ দেখিয়ে সরকার থেকে প্রত্যাহার করে নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।