ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় নারী-পুরুষের করমর্দন নিষিদ্ধ

জাকির হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
সোমালিয়ায় নারী-পুরুষের করমর্দন নিষিদ্ধ

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর জওহারে নারী-পুরুষের করমর্দন নিষিদ্ধ করা হয়েছে। ইসলামিক সংগঠন আল-সাহবাব ওই নিষেধাজ্ঞা জারি করে।

এলাকাটি সংগঠনটির নিয়ন্ত্রণে।

এছাড়া নারী-পুরুষের একসঙ্গে হাঁটা এবং জনসম্মুখে খোশগল্প করা ও নতুন আইনে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো দেশটিতে এধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

আল-সাহবাব কর্তৃপক্ষ জানান, নতুন আইন অমান্য করলে শরিয়া আইনে তার বিচার করা হবে।

মুগাদিসুর বিবিসির সংবাদদাতা জানান, শরিয়া আইনে ওই অপরাধের শান্তি চাবুক পেটা করা।

আল-সাহবাব সংগঠন ইতোমধ্যে কেন্দ্র ও দক্ষিণ সোমালিয়ায় সংগীত নিষিদ্ধ করেছে।

১৯৯১ সালের থেকে সোমালিয়ায় কোনো স্থিতিশীল সরকার ব্যবস্থা নেই। জাতিসংঘ নিয়ন্ত্রিত সরকার শুধু মুগাদিসুর একটি অংশ এবং ছোট কিছু এলাকায় নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ১১২৮ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।