ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল-সদর

মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ুন

নাজাফ: শিয়াদের ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদর শনিবার তার অনুসারীদের মার্কিন দখলদারিত্ব প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। দেশের ফেরার পর প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানান।



মধ্য ইরাকের পবিত্র স্থান নাজাফে হাজার হাজার ইরাকি অনুসারীদের সামনে তিনি বলেন, ‘আমরা এখনো দখলকারীদের প্রতিরোধ করছি। এতে আমাদের বাহিনী জড়িত রয়েছে। যে কোনো উপায়েই প্রতিরোধ করতে গড়ে তুলতে হবে। ’

তবে তিনি মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধেই কেবল প্রতিরোধের জানান। তিনি অঙ্গীকার করেন, ইরাকের অন্য কাউকে তার বাহিনীর লোকজন আঘাত করবে না।

সদর বলেন, ‘আমাদের হাত কোনো ইরাকিকে স্পর্শ করবে না। আমরা কেবল দখলকারীদের বিরুদ্ধে যে কোনো মূল্যে প্রতিরোধ গড়ে তুলব। আমরা একই মানুষ। অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই, যারা আততায়ী বেশে হামলা চালায়। ’

এই ধর্মীয় নেতা ও মাহদি আর্মি ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। তার মাহদি আর্মি মার্কিন সেনাবাহিনী ও ইরাকি বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি মুখোমুখি লড়াই করে।

২০০৬ সালে আল-সদর ছেড়ে যান। মার্কিন আক্রমণের মুখে ২০০৮ সালে মাহদি আর্মির কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। ধারণা করা হয়, ইরানের পবিত্র কম শহরে তিরি অধ্যয়নে ব্যস্ত ছিলেন। গত বুধবার তিনি জন্মভূমি নাজাফে ফিরে আসেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।