ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক দুই কসোভো বিদ্রোহী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
সাবেক দুই কসোভো বিদ্রোহী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত

প্রিস্টিনা: ইউরোপীয় ইউনিয়নের (ইউ) কৌঁসুলিরা ১৯৯৮-৯৯ সালের সংঘাতের ঘটনায় দুই কসোভো আলবেনীয় গেরিলাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছেন। শুক্রবার এ সংক্রান্ত চূড়ান্ত একটি অভিযোগপত্র পেয়ে এএফপি এ তথ্য জানায়।



অবশ্য, এই অভিাযোগের ভিত্তিতে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনো জানা যায়নি।

গেরিলা দল কসোভো লিবারেশন আর্মির (কেএলএ) সামরিক পুলিশের তৎকালীন কমান্ডার সাবিত গেচি ( ৫২) এবং রিসা আলিয়া (৫০) নামের দুজনকে ‘বেসামরিক লোকজনের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধপরাধ’-এর দায়ে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, তারা প্রতিবেশী দেশ আলবেনিয়াতে দুটি কেএলএ ক্যাম্পে এ অপরাধ করেছে।

কসোভোয় ইউরোপীয় ইউনিয়নের আইন মিশন (ইইউএলইএক্স)-এর জারি করা এই অভিযোগপত্রটি আলবেনীয় ভাষায় প্রকাশ করে এএফপি।

যুক্তরাষ্ট্রের আইনজীবী রবার্ট এল. ডিন ইইউএলইএক্স-এর হয়ে এই অভিযোগটি করেন। এতে বলা হয়, কিউকস ও কাহান শহরে দুটি ক্যাম্প গঠন করা হয়েছিল, এগুলো সেনাপ্রশিক্ষণ এবং সরবরাহ কাজের জন্য।

কেএলএ গেরিলা এবং সার্বিয়ার নেতা স্লোবোদান মিলোসেভিচের অনুসারী সেনাদের সঙ্গে ১৯৯৮ সালে যুদ্ধ সংগঠিত হয়। একবছর পর ১৯৯৯ সালে ন্যাটো সাইবেরিয়ার সেনাদের কসোভো থেকে বিতাড়িত করলে এই যুদ্ধ শেষ হয়। এরপর ২০০৮ সালে বেলগ্রেডের চরম আপত্তি সত্ত্বেও কসোভো একতরফাভাবে নিজেকে স্বাধীন ঘোষণা করে। এতে বিশ্বের ৭২টি দেশ স্বীকৃতি দেয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।