ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অমর্ত্য সেন

বিনায়ক সেনের বিচার হয়েছে অযৌক্তিকভাবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
বিনায়ক সেনের বিচার হয়েছে অযৌক্তিকভাবে

নয়াদিল্লি: নোবেলজয়ী প্রখ্যাত বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন শনিবার বলেন, মানবাধিকার কর্মী বিনায়ক সেনের বিরুদ্ধে পরিচালিত বিচার প্রক্রিয়া অযৌক্তিকভাবে সম্পন্ন হয়েছে।

ভারতীয় একটি আদালত মাওবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন।



বিনায়ক সেনের ওপর প্রকাশিত একটি বই নিয়ে আলোচনার সময় অমর্ত্য সেন বলেন, ‘বিনায়ন সেনের বিচার অযৌক্তিকভাবে (অন্যায়ভাবে) হয়েছে। দেশের নাগরিক হিসেবে আমি প্রশ্ন রাখতে চাই, এ সিদ্ধান্ত কি সঠিক?’

একই আলোচনায় তিনি অরুন্ধতী রায়ের পক্ষেও তার সমর্থন ব্যক্ত করেন। কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কথা বললে ভারতীয় সরকার অরুন্ধতীর বিরুদ্ধে জনগণকে উসকে দেওয়ার অভিযোগ করে।

বিনায়ক সেনের জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, প্রমাণ যা পেয়েছে তা সঠিক কি না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সঠিকই হয়, তাহলে চিঠি চালাচালি করা কেন জনগণকে উসকে দেওয়া হবে। আমি ডাকযোগে কাউকে একটা চিঠি পাঠাতে পারি, চিঠিতে কী আছে তা না জেনেই, সেটা সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার অপরাধ না। ’

গত ২৪ ডিসেম্বর চত্তিশগড়ের একটি আদালত বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদ- দেন।

অমর্ত্য সেন ব্যাখ্যা করে বলেন, সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অর্থ হচ্ছে সহিংসতার মাধ্যমে রাষ্ট্রকে অবনমিত করার চেষ্টা করা। যা বিনায়ক কখনো করেননি।

তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে (বিনায়ক সেন) কোনো উসকানিমূলক কাজ করেননি। এমন কোনো তথ্যও পাওয়া যায়নি যাতে বিনায়ককে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত করা যাবে। তার লেখা থেকে যদি কিছু পাওয়া, তা হচ্ছে তিনি উসকানির বিরুদ্ধে। ’

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।