ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লালগড় হত্যাকাণ্ড

বুদ্ধদেবকে নয়াদিল্লিতে তলব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১
বুদ্ধদেবকে নয়াদিল্লিতে তলব

নয়াদিল্লি: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নয়াদিল্লিতে ডেকে পাঠিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। শুক্রবার লালগড়ে গোলাগুলির ঘটনায় আটজন নিহত ও ১৭ জন আহত হওয়ার একদিন পর দিল্লি থেকে তলব আসে।



এ ঘটনায় তৃণমূল কংগ্রেস সিপিএম স্কোয়াডকে দোষী করলেও একে রাজনৈতিক সংঘাত বলে উল্লেখ করেন রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার চিঠি দিয়ে বুদ্ধদেবকে ডেকে পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে পি চিদাম্বারাম বলেন, ‘গুরুতর এ ঘটনার প্রতি আমি তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছি এবং তাকে যতো দ্রুত সম্ভব নয়াদিল্লি সফরের বিনীত অনুরোধ জানিয়েছি। ’

স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি পাওয়ার বিষয়টি কলকাতা থেকে নিশ্চিত করা হলেও এর মধ্যেই বুদ্ধদেবের দিল্লি সফরের কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়।

ক্ষুব্ধ এক গ্রামবাসী বলেন, ‘তারা চায় আমরা প্রশিক্ষণে যোগ দেই। আমরা এর প্রতিবাদ করার পরই এ ঘটনা ঘটে। প্রশিক্ষণে না গেলে তারা আমাদের হত্যা করবে বলে হুমকি দেয়। এটি হার্মাদদের একটি ক্যাম্প। ’  

অন্যদিকে, সিপিএম কর্মীদের অবস্থানরত বাড়ির সামনে দিয়ে তৃণমূলদের মিছিল যাচ্ছিল। এ সময় মিছিল থেকে গুলি করা হয় এবং এর জবাবে সিপিএমের কর্মীরা পাল্টা গুলি ছুঁড়ে বলে দাবি করা হয়। এ ঘটনায় শুক্রবার বিকালে তৃণমূল ও মাওবাদীদের দোষী করে একটি বিবৃতি দেয় সিপিএম।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।