ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যারিজোনায় গুলিতে বিচারকসহ নিহত ৬, নারী কংগ্রেস সদস্য গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
অ্যারিজোনায় গুলিতে বিচারকসহ নিহত ৬, নারী কংগ্রেস সদস্য গুরুতর আহত

আরিজোনা: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের টুকসন শহরে এক মুদি দোকানের সামনে শনিবার সন্ত্রসীদের গুলিতে একজন ফেডারেল বিচারকসহ ৬ জন নিহত হয়েছে। এসময় কংগ্রেসের এক নারী সদস্য গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও সরকারি কর্মকর্তারা এ কথা জানান।

পিমা কাউন্টির শেরিফ বিভাগের ব্যুরো চিফ রিক ক্যাসটিগার জানান, ওই ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং গ্যাব্রিয়েল গিফোর্ডসসহ আহত হয়েছেন ১২ জন।

কংগ্রেসের ওই নারী সদস্য গ্যাব্রিয়েল (৪০) মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন। তাকে টুকসন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার চিকিৎসক পিটার রিহ্ বলেছেন, চিকিৎসাধীন গ্যাব্রিয়েলসহ আরও পাঁচ জনের অবস্থা সংকটাপন্ন।

এই ঘটনায় নয় বছরের একজন শিশুও নিহত হয়েছে বলে দাবি করেছেন গিফোর্ডস এর প্রেস সচিব কারামারগিন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

অ্যারিজোয়ানা পুলিশ হত্যাকারি সন্দেহে লি লাউনারকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে। পুলিশের উর্দ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা ঘটনাটিকে কলঙ্কিত উল্লেখ করে বলেন, একটি মুক্ত সমাজে এমন ধরনের  নির্বোধ এবং সহিংস ঘটনার কোনো স্থান নেই।   তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রধান রবার্ট মুলারকে অ্যারিজোনায় গিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এফবিআই-এর এক মুখপাত্র জানিয়েছেন সেখানে প্রতিনিধি পাঠানো হয়েছে।

ডেমোক্র্যাট দলীয় গিফোর্ডস ২০০৬ সালে প্রথম নির্বাচিত হন। তিনি রাষ্ট্রীয় কয়েকটি সংগঠনে গুরুত্বপূর্ণ পদে আছেন। বিশেষ করে বিমান চালনাবিদ্যা উপকমিটির চেয়ারপার্সন, হাউস বিজ্ঞান এবং প্রযুক্তির সদস্য এবং অস্ত্রাগার সংগঠনের সদস্য।    

বাংলাদেশ স্থানীয় সময়: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।