ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
আলজেরিয়ায় গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা বাড়ছে

আলজিয়ার্স: আলজেরিয়ায় বেকারত্ব, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ের দেওয়ার একের এক খবর পাওয়া যাচ্ছে। দেশটিতে নারীসহ এ পর্যন্ত সাতজনের আত্মবলীর চেষ্টার সংবাদ পাওয়া গেছে।

খবর এএফপির।

বুধবারই নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মোৎসর্গের চেষ্টা করেছেন নারীসহ দুই ব্যক্তি। এর মধ্য দিয়ে দেশটিতে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করার এটা সপ্তম ঘটনা। বুধবার গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

পঞ্চাশোর্ধ্ব ওই নারী দাহ্য পদার্থ গায়ে ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় এক কর্মকর্তা তাকে বিরত করতে সফল হন। এ ঘটনায় ওই নারীর শুধু হাত পুড়ে যায় বলে দৈনিক সংবাদপত্র আল ওয়াতান জানায়।

সংবাদপত্রটি আরও জানায়, নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার আগে ওই নারী আলজেরিয়ার সিদি আলি বেনয়ুবের টাউন হলের সামনে প্রতিবাদ করছিলেন। এ সময় তিনি গৃহপরিচারিকার কাজ করতে অস্বীকৃতি জানান।

এছাড়া আলজিয়ার্সের বাইরে দেলাইস শহরের টাউন হলের সামনে এক ব্যক্তি (৩৫) নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়।  

হাসপাতালের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ৯৫ শতাংশ অংশ পুড়ে গেছে। ’

তবে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং সম্প্রতি আলজেরিয়ায় সংঘটিত অন্যান্য আত্মহত্যার ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে স্থানীয় কর্মকর্তারা এএফপিকে জানান।

আলজেরিয়ায় এক সপ্তাহে জনসাধরণের মধ্যে আত্মহত্যার এটা সপ্তম ঘটনা। মূলত দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এবং বেকারত্ব নিয়ে চলতি মাসের প্রথম থেকেই ব্যাপক জনরোষ দানা বাঁধে এবং প্রতিবাদের মুখে পাঁচজন নিহত ও ৮০০ জন আহত হন।

এর আগে ছয় সন্তানের এক বেকার বাবা চাকরি ও আবাসস্থলের দাবি করেন এবং প্রতিবাদ হিসেবে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার পর মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ১২ জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও চারজন তাদের গায়ে আগুন ধরিয়ে প্রতিবাদ করেন।

তারা সবাই মূলত তিউনিশিয়ার তরুণ মোহাম্মদ বুআজ্জিজির দৃষ্টান্ত অনুসরণ করছেন। মধ্য ডিসেম্বরে প্রতিবাদের অংশ হিসেবে তিনি তার গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর ঘটনায় সারা তিউনিশিয়ায় ব্যাপক জনরোষের সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায় হাজার হাজার বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের মুখে দেশটির প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি পদত্যাগ করেন এবং ২৬ বছরের ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান।    

আরব বিশ্বের অন্যান্য অংশে একই ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মিসরে এমনই একজন গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর মঙ্গলবার নিহত হন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।