ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হু একজন ‘একনায়ক’: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
হু একজন ‘একনায়ক’: মার্কিন সিনেটর

ওয়াশিংটন: মার্কিন সিনেটের ডেমোক্রেটিক নেতা হ্যারি রিড চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে ‘একনায়ক’ বলে অভিহিত করেছেন। তবে হু বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে থাকায় দ্রুতই তিনি তার এ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

খবর এএফপির।

হুর সম্মানে বুধবার হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রিড। তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অন্যান্য উর্ধ্বতন আইনজীবীদের সঙ্গে রিডও ওয়াশিংটনে বৃহস্পতিবার চীনের নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।

মঙ্গলবার নিজ অঙ্গরাজ্য নেভাডায় কেএসএনভি টেলিভিশনকে রিড বলেন, ‘আমি ওয়াশিংটনে যাবো এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবো। তিনি একজন স্বৈরশাসক। তার সরকারে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ’

তবে এ মন্তব্যের সঙ্গেই সঙ্গেই তা সংশোধন করে তিনি বলেন, ‘আমার হয়তো তাকে ‘একনায়ক’ বলা উচিত নয়। তবে তাদের আমাদের তুলনায় ভিন্ন ধারার সরকার ব্যবস্থা আছে এবং এর মধ্য দিয়ে আমি এটাই বোঝাতে চেয়েছি। ’

রিড ছাড়াও সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককোলেন এবং প্রতিনিধি সভার রিপাবলিকান স্পিকার জন বোয়েনার হুর সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।    

চারদিনের সফরে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র আসেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। বুধবার চীনের নেতাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়াসহ তার সম্মানে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে মঙ্গলবার ওবামার সঙ্গে ব্যক্তিগত নৈশভোজে অংশ নেন হু জিনতাও।

মূলত দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং জনগণের মধ্যে বিশ্বাস স্থাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে আসেন হু জিনতাও। একইসঙ্গে বুধবারের আসন্ন নৈশভোজে দেশ দুটির নেতারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।