ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনের পর রাজনীতি ছাড়বেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনের পর রাজনীতি ছাড়বেন

তিউনিস: তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানৌছি নির্বাচনের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলির পতনের পর দেশটিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা চলছে।

খবর বিবিসির।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে ঘানৌছি বলেন, তিনি খুব শিগগির রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

ঘানৌছির সরকার আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে। তবে এখনো এর জন্য কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

বিক্ষোভের মুখে বেন আলি গত ১৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, তার শাসনামলের সব নেতাকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। ঘানৌছি বেন আলির একজন ঘনিষ্ঠ মিত্র। এ মুহূর্তে ঘানৌছি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে পরিস্থিতি শান্ত করার চেষ্টার করছেন।

সাক্ষাৎকারে ঘানৌছি বলেন, নির্বাচনের পর তিনি সরকারি পদ থেকে অবসর নেবেন। তার অন্তর্বর্তী  সরকার  গণতন্ত্রবিরোধী সব আইনকানুন বাতিল করবে বলেও অঙ্গীকার করেছেন। তিনি বলেন, তিউনিসিয়ার আর সব নাগরিকদের মতো বেন আলির সময়ে তিনিও ভয়ে ছিলেন।

গত ডিসেম্বর মাসে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে তিউনিসিয়ায় এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে। গত ১৭ ডিসেম্বর সরকারি বঞ্চনা ও নিপীড়নের শিকার বুআজিজি নামের এক ব্যক্তি নিজের গায়ে ধরিয়ে আত্মহত্যা করলে তা স্ফূলিঙ্গের মতো কাজ করে। তিউনিসিয়াসহ তা পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। এর জের এখনো চলছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।