ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর সঙ্কট নিয়ে নিরাপত্তা টিমের সঙ্গে ওবামার বৈঠক

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ওয়াশিংটন: মিশর সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে বারাক ওবামা কায়রো সরকারকে বিক্ষোভরত সংস্কারপন্থীদের প্রতি ভাল ব্যবহার করার পুনরায় আহবান জানিয়েছেন।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ঘণ্টা ব্যাপী এ বৈঠকে মিশরের সর্বশেষ অবস্থা তুলে ধরা হয়। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলনসহ উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে আরব বিশ্বে সংস্কারের কথা বলে আসা যুক্তরাষ্ট্র মিশরের বর্তমান বিক্ষোভকে ইতিবাচক হিসেবেই দেখছেন। ওবামা মিশরের পরিস্থিতিতে সংস্কারপন্থীদের আন্দোলনের অধিকার আছে বলে মনে করেন।

স্থানীয় সময়: ০২৫০ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।