ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সহিংসতায় কমপক্ষে ৯২ নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মিশরে সহিংসতায় কমপক্ষে ৯২ নিহত

কায়রো: অস্থির মিশরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেনর হাজারেরও বেশী।

মেডিক’সের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার ও বুধবার কায়রো ও সু’য়েজে ৭জন, শুক্রবার কমপক্ষে ৬২জন এবং শনিবার ২৩জন নিহত হয়েছে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষে হাজারেরও বেশি  মানুষ গুরুতর আহত হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।  
বাংলাদেশ সময়: ০৩২০ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।