ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিনে গড়ে একটি কেলেঙ্কারির জন্ম দিয়েছে ইউপিআই: বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
দিনে গড়ে একটি কেলেঙ্কারির জন্ম দিয়েছে ইউপিআই: বিজেপি

গৌহাটি: ভারতের ইউপিআই সরকার ২০১০ সালে গড়ে প্রতিদিন একটি করে কেলেঙ্কারির জন্ম দিয়েছে। এমনটাই দাবি করেছে দেশটির বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজিপি)।



মূলত ২০১৪ সালেও ক্ষমতায় ফিরে যাওয়ার জন্য এসব দুর্নীতির ওপর দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে দলটি রোববার জানায়।  

বিজিপি’র প্রবীণ নেতা এল কে আদাভানি এক বক্তব্যে বলেন, ‘২০১০ সাল স্বাধীন ভারতের জন্য ছিল একটি তাৎপর্যপূর্ণ বছর এবং আমরা ইউপিআই’র দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পুরোপুরি সক্ষম বলে নিশ্চয়তা দিচ্ছি। একইসঙ্গে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের দিকেও আমাদের দৃষ্টি আছে। ’

‘তবে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইমেজ পরিশুদ্ধ রাখা, যাতে কোনো ধরনের প্রলোভন বা এ ধরনের কোনো কিছু আমাদের অবস্থান নষ্ট না করতে পারে। ’

রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে বোফর্স, ২জি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারী, আদর্শ হাউজিং কেলেঙ্কারি, কংগ্রেস শাসিত আসামসহ উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের দুর্নীতি ছিলো উল্লেখ্যযোগ্য।     

রাজনৈতিক এসব সিদ্ধান্তের মধ্যে বলা হয়, ‘২০১০ সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দিনে একটি করে কেলেঙ্কারি উপহার দিয়েছেন। ’

বিজিপি’র মুখপাত্র নির্মলা সিতারমণ সাংবাদিকদের বলেন, ‘২০১০ সাল ছিলো দুর্নীতির বছর এবং ২০১১ হতে যাচ্ছে এসব দুর্নীতি ধামাচাপা দেওয়ার বছর। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।