ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে দুই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংঘর্ষে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

খার্তুম: সুদানে মিসরীয় আরব এবং নগোক দিনকাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। দেশটির বিরোধপূর্ণ সীমান্তবর্তী অ্যাবেই জেলায় রোববার হতাহতের এ ঘটনা ঘটে।

উভয় পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দিনকা সম্প্রদায় রোববার আট মিসরীয় আরবকে হত্যা করেন বলে সম্প্রদায়ের আদিবাসী নেতা হামিদ আব্দুল আনসারি জানান।

আব্দুল আনসারি বলেন, ‘আজ সকালে দিনকারা আমাদের গরুগুলোকে নদীতে নিয়ে পানি খাওয়াতে দেয়নি। এ ঘটনায় আমাদের আটজন নিহত ও ২০ জন আহত হয়েছেন এবং আমরা তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। ’

দিনকাদের পক্ষ থেকেও রোববারের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে শুক্রবার থেকে এ পর্যন্ত তাদের নয়জন নিহত হয়েছেন বলে দিনকাদের নেতা দাবি করেন।

উল্লেখ্য, রোববার সাউথ সুদানে স্বাধীনতার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।