ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৩-র মধ্যে প্লাস্টিক ব্যাগমুক্ত হবে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
২০১৩-র মধ্যে প্লাস্টিক ব্যাগমুক্ত হবে আরব আমিরাত

দুবাই: সংযুক্ত আরব আমিরাতকে ২০১৩ সালের মধ্যে প্লাস্টিকব্যাগ মুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির পরিবেশ ও পানি মন্ত্রী রাশিদ আহমেদ বিন ফাহাদ। খবর আইএএনএসের।



রাজধানী দুবাইয়ে দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত, ‘আরব প্ল্যাস্ট অ্যান্ড টেকনো/টিউব-২০১১’-এর  ১০ম প্রদর্শনীতে মন্ত্রী এ কথা বলেন।

সংযুক্ত আরব আমিরাত ও সমগ্র উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সব সময় পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে প্লাস্টিক ব্যাগ ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী কোম্পানিগুলো এই কাজে এগিয়ে এসেছে, যা পরিবেশ বান্ধব কর্মসূচিকে অগ্রসর করবে। ’

বর্তমানে পৃথিবীব্যাপী ৫০০ বিলিয়ন প্লাস্টিক ব্যাগের ব্যবহৃত হয়. এর মধ্যে আরব আমিরাতেই ব্যবহার হচ্ছে ২০ বিলিয়ন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।