ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে ইমাম ও তার ছেলের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে ইমাম ও তার ছেলের যাবজ্জীবন

মুলতান: পাকিস্তানের একটি আদালত একজন ইমাম এবং তার ছেলেকে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। আদালত কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানান।



ইমাম মোহাম্মদ শফি (৪৫) ও তার ছেলে মোহাম্মদ আসলাম (২০) তাদের মুদির দোকানের পাশে সেঁটে রাখা পোস্টার ছিঁড়ে ফেলায় অপরাধ করেছে। এ পোস্টারে পবিত্র কোরআনের বানী লেখা ছিল। ঘটনাটা গত বছর এপ্রিলের।

পাকিস্তানের মধ্যাঞ্চলীয় শহর মোজাফফরগড়ের সন্ত্রাস-বিরোধী আদালতের প্রধান বিচারক মোহাম্মদ আইয়ুব সোমবার এই দুইজনকে যাবজ্জীবন কারাদ- দেন। তার সহকারী করিম টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে একথা বলেন।

তিনি আরও বলেন, হযরত মোহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকীর এই পোস্টার কারাদ- পাওয়া ব্যক্তিরা ‘টেনে ছিঁড়ে ফেলে এবং পায়ের নিচে দলিত করে। ’

এদিকে, ব্লাসফেমি আইনের সংশোধন করায় গত সপ্তাহে পাঞ্জাবের প্রাদেশিক গভর্নর সালমান তাসিরকে তার দেহরক্ষী গুলি করে হত্যা করে। এই আইনের আওতায় একজন খ্রিস্টান ধর্মাবলম্বী নারীকে মৃত্যুদ- দেওয়ায় তিনি এর বিরোধিতা করেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।