ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার বন্যা

ব্রিসবেনে ২০ হাজার ঘরবাড়ি ঝুঁকির মুখে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
ব্রিসবেনে ২০ হাজার ঘরবাড়ি ঝুঁকির মুখে

সিডনি: অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবেনে ২০ সহস্রাধিক বসতবাড়ি এখন হুমকির মুখে বলে জানিয়েছেন কুইন্সল্যান্ড প্রদেশের সরকারপ্রধান। খবর বিবিসি ।



ভয়াবহ বন্যায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আর যারা রয়েছে তারা বাড়িতেই অবস্থান করছে ফলে ব্রিসবেন মধ্যাঞ্চল এখন পরিণত হয়েছে এক ভূতুড়ে নগরীতে ।

এছাড়া বন্যায় পশ্চিম ব্রিসবেনের ইপভিচ অঞ্চল প্লাবিত হওয়ায় সেখানকার পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন।

বন্যায় কুইন্সল্যান্ডে এ পর্যন্ত ১০ জন নিহত হলেও প্রদেশের সরকারপ্রধান আনা ব্লাই একটি টেলিভিশনে আশংকা প্রকাশ করে বলেন, নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়বে।

তিনি বলেন, এখন পর্যন্ত ৯০ জনেরও বেশি নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে যারা দীর্ঘ সময় পর্যন্ত তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ বা সাক্ষাৎ করেননি ।

তিনি বলেন, ‘তবে একটা সুসংবাদ যে বৃষ্টিপাত এখন থেমে গেছে এবং উদ্ধার ও তল্লাশি কাজের জন্য ইতিমধ্যেই  উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছে। ’

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।