ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে ঝড়ে নিহত ১১, কমনওয়েলথ গেমসের প্রস্তুতি ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
দিল্লিতে ঝড়ে নিহত ১১, কমনওয়েলথ গেমসের প্রস্তুতি ব্যাহত

নয়া দিল্লি: ভারী বৃষ্টি ও ঝড়ে নয়া দিল্লীতে ১১ জন নিহত হয়েছেন। একইসঙ্গে বন্যার কারণে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের প্রস্তুতি কাজ ব্যাহত হয়েছে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন।



সোমবার রাতে টানা তিন ঘণ্টা প্রবল মৌসুমী ঝড়ে দেশটির রাজধানীতে ৫১ মিলিমিটার পানি জমে যায়। এসময় রাস্তাঘাটে গাছপালা উপড়ে  পড়ে এবং সম্পূর্ন শহরটি কার্যত অচল হয়ে যায়।

এদিকে মাটির নিচের বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছয়জন এবং দেয়াল ভেঙ্গে আরও পাঁচজন নিহত হয়েছেন বলে জানান পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা।

অন্যদিকে কমনওয়েলথ গেমসের আর মাত্র ৮০ দিন বাকি থাকতে এর প্রস্তুতির জন্য শহরজুড়ে রাস্তাঘাট খোঁড়া সহ ব্যাপক নির্মাণ কাজকর্ম চলছিল। সোমবারের ঝড়ের পর এ অসমাপ্ত নির্মাণ এলাকাগুলি কাদায় মাখামাখি হয়ে যায়। একইসঙ্গে বিভিন্ন এলাকায় ছোট ছোট ডোবা সৃষ্টি হওয়াসহ অনেক এলাকার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পরে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।