ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে মন্ত্রীসভার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
জাপানে মন্ত্রীসভার পদত্যাগ

টোকিও: আসন্ন মন্ত্রীসভার সংস্কারকে সামনে রেখে পদত্যাগ করেছে জাপানের মন্ত্রীসভা। এ সংস্কারে দেশটির প্রধানমন্ত্রী নাওতো কানের বেশ কিছু নতুন মন্ত্রীকে নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার পুরো মন্ত্রীসভা পদত্যাগ করে।

 

এর আগে অর্থনৈতিক সংস্কার ও মুক্ত বাণিজ্য নীতির উন্নয়নে মন্ত্রী সভার কিছু সদস্যসহ তার বামকেন্দ্রিক ডেমোক্রেটিক দলের নেতৃত্বে পরিবর্তন আনার কথা জানান নাওতো কান।

এর পরিপ্রেক্ষিতে সাবেক অর্থমন্ত্রী ও কনজারভেটিভ কাওরো ইয়ুসানুকে নতুন রাজস্ব নীতি বিষয়ক মন্ত্রী পদে নিয়োগ দেওয়ার কথা জানা যায়।  

তার কাজ হবে জাপানের অর্থনীতির ভারসাম্য তৈরি করা যেখানে বর্তমানে দেশের ঋণ মোট অর্থের তুলনায় দ্বিগুণ।

তবে নতুন মন্ত্রীসভায় অর্থ, পররাষ্ট্র, এবং প্রতিরক্ষামন্ত্রীর পদ অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার বিকালে নতুন মন্ত্রীসভার নাম ঘোষিত হবে বলে আশা করা হচ্ছে। পরে সম্রাট আকিহিতো তাদের শপথ গ্রহণ করাবেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।