ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
ব্রাজিলে ভূমিধসে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

রিও ডি জেনিরো: ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের কাছে বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে নিহতের সংখ্যা ৫০০র’ও বেশি। ব্রাজিলের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে শুক্রবার দেশটির কর্মকর্তারা গণমাধ্যমকে জানান।



পার্বত্য অঞ্চলে এ বিপর্যয়ে এ পর্যন্ত ৫০৬ জন নিহত হয়েছেন বলে পৌরসভাসহ নিউজ ওয়েবসাইট ইউওএল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার পূর্ণাঙ্গ হিসেবে জানা যায়।

রিও ডি জেনিরোর উত্তরের সেরানার বেশ কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে ব্যর্থ হন। ফলে ভূমিধসে সেখানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বুধবার সকালে একমাসের বৃষ্টিপাতের সমপরিমাণ ঝড় হয়। মাত্র কয়েক ঘন্টার এ ঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়িঘর, রাস্তাঘাট, সেতু সব ধ্বংস হয়ে যায়। এসময় টেলিফোন ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এর মধ্যে তেরেসোপোলিস, নোভো ফ্রিবার্গো এবং পেট্রোপলিস নামের শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।  

ব্রাজিলের সেরানা অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয় ১৯৬৭ সালে দেশটির উপকূলীয় শহর কারাগুয়াতাতুবা অঞ্চলের ভূমিধস থেকেও ভয়াবহ বলে দেশটির অন্যতম সম্প্রচার মাধ্যম গ্লোবোনিউজ এবং ইউওএল জানায়। ভয়াবহ ওই ভূমিধ্বসে ৪৩৬ জন লোক নিহত হন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।