ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মারডকের গোপন তথ্য আছে বলে দাবি অ্যাসাঞ্জের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
মারডকের গোপন তথ্য আছে বলে দাবি অ্যাসাঞ্জের

লন্ডন: মিডিয়া মুঘল রূপার্ট মারডক ও তার গণমাধ্যম সাম্রাজ্যের গোপন দলিল আছে বলে দাবি করেছেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। খবর আইএএনএসর।



বীমাসহ মারডকের অন্যান্য ব্যবসা সংক্রান্ত গোপন দলিল ও মার্কিন সরকারের গোপন তারবার্তা তিনি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করেছেনব বলে নিউ স্টেটসম্যান সংবাদপত্রকে অ্যাসাঞ্জ জানান।
 
এছাড়া যৌন হয়রানির অভিযোগ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনের কাছে হস্তান্তর করা হলে তার জীবন হুমকীর সম্মুখীন হবে বলেও দাবি করেন সাবেক এই হ্যাকার।

অ্যাসাঞ্জের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেট জানায়, ‘আমার বা উইকিলিকসের ভাগ্যে খারাপ কিছু ঘটলে বীমা সংক্রান্ত দলিলগুলো ফাঁস করে দেয়া হবে এবং এগুলো মারডকের সংবাদসংস্থার জন্য হবে ক্ষতিকর। ’

তিনি আরও বলেন, ‘একটি সম্প্রচার সংস্থা বিষয়ে মার্কিন দূতাবাসের ৫০৪টি তারবার্তাসহ মারডক ও তার সংবাদ সংস্থার গোপন তারবার্তায়ও আমার কাছে আছে। ’

উইকিলিকস অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র সরকারের ২ লাখ ৫০ হাজার গোপন নথি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করে। এ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অস্বত্বিকর কূটনীতিক বিষয় জনসম্মুখে তুলে আনে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।