ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দেঁতো নবজাতক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
দেঁতো নবজাতক!

লন্ডন: জন্মের ছয়মাস পর শিশুদের প্রথম দাঁত গজায়। এটাই স্বভাবিক।

  কিন্তু ক্যামব্রিজশায়ারের হেভারহিলে আস্ত দুটি সামনের দাঁতসহ জন্মেছে ছেলেশিশু।

জোয়ান জোনস (৩১) এবং লি (৩২) দম্পতির প্রথম এই সন্তানের নাম অলিভার জেমস। ৩০ ডিসেম্বর হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে তার জন্ম হয়। জন্মের সময়ই তার মা-বাবা খুবই অবাক হন যখন দেখেন তাদের ছেলে অলিভার দুটো দাঁত নিয়ে জন্মেছে।

জেমসের বাবা লি বলেন, ‘যখন সে জন্ম গ্রহণ করল তখন তার দাঁতগুলো দেখে আমি সত্যিই মর্মাহত হয়েছিলাম। ’

মা জোয়ান বলেন, ‘অন্তঃসত্তা অবস্থায় আমি খুব কঠিন একটি সময় পার করেছি। বেশিরভাগ সময়েই আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। ’

অবশ্য ডাক্তাররা বলছেন শিশুর প্রথম দাঁত উঠার জন্য এই তুলে ফেলতে হবে। এজন্য লি এবং জোনস ইতিমধ্যে দাঁতের ডাক্তারের সঙ্গে সাক্ষাতের সময়ও নির্ধারণ করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।