ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
বিহারে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা!

পাটনা: ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর শহরে শনিবার সকালে এক জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

খবর আইএএনএসের।

নিহত ব্যক্তির নাম প্রভু মাহাতো। মুজাফফরপুর শহর থেকে ৭০ কিলোমিটার দূরে রামদয়ালু এলাকায় হৃদয়বিদারক এই হত্যাকা-ের ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় উত্তেজনাপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, কি কারণে মাহাতোকে হত্যা করা হলো, কারা এর সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।