ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাউথ সুদানের গণভোট আজ শেষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
সাউথ সুদানের গণভোট আজ শেষ

জুবা: ইতিহাসের দ্বারপ্রান্তে উপনীত সাউথ সুদানের সপ্তাহজুড়ে চলা গণভোট আজ শনিবার শেষ হচ্ছে। পৃথিবীর মানচিত্রে ১৯৩ তম দেশ হিসেবে উন্মেষ ঘটতে যাচ্ছে সাউথ সুদানের।

তবে দেশটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

ভোট দেওয়ার আশায় সকাল থেকেই শতশত ভোটার লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন। দীর্ঘ ৫০ বছরে ধরে সংঘর্ষ হচ্ছে সাউথ সুদানের খ্রিস্টান ধর্মাবলম্বী জনগণ এবং নর্থ সুদানের মুসলিমদের মধ্যে।

২০০৫ সালের চুক্তি অনুযায়ী দেশটিতে ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত গণভোটের আয়োজন করা হয়। সাউথ সুদান স্বাধীন হতে ৬০ শতাংশ জনসমর্থন লাগবে। আর বিপুল জনগোষ্ঠী চেয়ে আছে স্বাধীন সাউথ সুদানের দিকে।

এদিকে, নিবার্চনের তালিকাভুক্ত ৮৮ শতাংশ ভোটার শুক্রবারের মধ্যে তাদের ভোট দিয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হবে বলে, নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। গণভোট চলাকালে বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

এদিকে, সাউথ সুদানের প্রেসিডেন্ট সালভা কির তার দেশের জনগণের  উদ্দেশে বলেন, নির্বাচনের বার্তা হচ্ছে, নর্থ সুদানের সঙ্গে সহাবস্থানে থাকার কোনো সুযোগ নেই। তাই গণভোটে জয়ী হয়েই শুধু শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।