ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিন সিংহী ও এক কুমিরের লড়াই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
তিন সিংহী ও এক কুমিরের লড়াই

লন্ডন: শিকারি কুমিরের হাত থেকে সিংহশাবককে বাঁচাতে লড়াইয়ে নেমে পড়ে তিনটি সিংহী। কুমিরটিকে তিনদিক দিয়ে ঘিরে ফেলে তার ওপর একযোগে ঝাঁপিয়ে পড়ে তারা।



বোতসোয়ানার জঙ্গলে ছেলেকে নিয়ে সফররত হৃৎবিজ্ঞানী টনি গোল্ডম্যানের (৫৮) ক্যামেরায় শক্রর মুখ থেকে সিংহীর শাবক রক্ষার অসাধারণ এ দৃশ্যটি ধরা পড়ে।

তিনটি সিংহীর সঙ্গে লড়াইরত কুমিরটি লড়াইয়ের এক পর্যায়ে একটি সিংহীকে একবার কামড় দেওয়ার সুযোগ পেলেও খুব দ্রুতই ‘বড় বিড়াল’দের হাতে পরাজিত হয়।

অসাধারণ এ দৃশ্য নিজের ক্যামেরায় ধারণ করতে পেরে পুলকিত টনি বলেন, ‘কিছুক্ষণ আগেই সিংহীগুলো একটি মহিষকে হত্যা করে। হঠাৎই তাদের থেকে মাত্র ১০০ গজ দূরের পানিতে কুমিরটি ভেসে উঠে এবং শিকারের সন্ধানে দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় সামনে একটি সিংহশাবক পড়ে যাওয়ায় এটিকে আক্রমণেই এগিয়ে আসে কুমিরটি । ’

‘এসময় একটি সিংহী এ দৃশ্য দেখে কুমিরটি থেকে কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে গর্জন করে উঠে। এ সময় তার ডাকে আশেপাশে থাকা আরও দুটি সিংহী কুমিরটিকে আক্রমণে এগিয়ে আসে। ’

‘কুমিরটি এসময় পিছু হটবে বলে আমি ধারণা করি। কিন্তু তা না করে উল্টো কুমিরটি সিংহী তিনটির ওপর ঝাপিয়ে পড়লে প্রচ- লড়াই শুরু হয়। এসময় এমনকি একটি সিংহীকে কামড়ে দেওয়ারও সুযোগ পায় কুমিরটি। ’

‘তবে শেষ পর্যন্ত কুমিরটি পরাজয় স্বীকার করে নেয়। মারা যায়। কিন্তু এরইমধ্যে চারদিকে ধূলির ঝড় উড়তে শুরু করেছে। ’

‘পুরো ১৫ মিনিট এ লড়াই চলে। এসময় চারদিকে শুধু গর্জন শোনা যাচ্ছিল। আর একমাত্র আমার ছেলে, আমাদের গাড়ি চালক এবং আমি নিজে এ ঘটনার সাক্ষী। ’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পাশ্ববর্তী বেনুনির বাসিন্দা, দুই সন্তনের বাবা টনি এ বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমার জীবনে এ ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। কারণ সিংহীর একটি কুমিরকে পরাজিত করার দৃশ্য আগে কখনো দেখা যায়নি। বন্যপ্রাণীদের ক্ষেত্রে নিশ্চিতভাবে এটা খুব দুর্লভ একটি ঘটনা এবং এর প্রত্যক্ষদর্শী হওয়াসহ ছবি ধারণ করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ’

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।