ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কবিগুরুর জন্মের সার্ধশতবর্ষ

পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ‘রবীন্দ্রমেলা’

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১
পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ‘রবীন্দ্রমেলা’

কলকাতা: কবিগুরুর জন্মের সার্ধশতবর্সে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় রাজ্য জুড়ে শুরু করছে ‘রবীন্দ্রমেলা’। এই মেলা শুরু হবে ১৮ জানুয়ারি চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।



রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সৌমন্দ্রেনাথ বেরা শনিবার কলকাতায় বাংলানিউজকে জানান, ‘রাজ্য সরকারের উদ্যোগে সার্ধশতবর্ষ উপলক্ষে যে ১২ দফা কর্মসূচি গ্রহণ করেছে তার অন্যতম কর্মসূচি এই রবীন্দ্রমেলা। ’

এদিন তিনি আরও বলেন, এই মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির সভাপতি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রসদনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মানুষজনকে সংবর্ধনা জানানো হবে। প্রধান অতিথি থাকবেন সাহিত্যিক সুনীল গাঙ্গুলি।

জানা গেছে, এই অনুষ্ঠানেই এই বছরের রবীন্দ্রস্মৃতি পুরষ্কারও প্রদান করা হবে।

কলকাতার রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, গিরিশ মঞ্চ, মধুসূধন মঞ্চ, সল্টলেকের ওকাকুরা রবীন্দ্রভবনে, বাংলা একাদেমি সভাঘর ও গগনেন্দ্র প্রর্দশনীশালা। চারদির ব্যাপী এই মেলায় দু’শো জন শিল্পী অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকবে নাটক, প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভারতীয় সময়: ১৭০০ ঘন্টা, ১৫ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।